Nokia

Battery-powered rickshaws are running freely despite the closure order Auto

বন্ধের নির্দেশেও অবাধে চলছে ব্যাটারি চালিত রিকশা | Auto Rickshaw | Dhaka City | Road | Rtv News

#Batterypowered #rickshaws #running #freely #closure #order #Auto

“Rtv News”

#RtvNews #News #NewsUpdate
» Subscribe to Watch more Rtv News:
» Read more Rtv news: www.rtvonline.com

Rtv News is a collection of innovative and powerful news brands that deliver compelling, diverse and engaging news stories. Rtv News features Rtvonline.com…

source

 

To see the full content, share this page by clicking one of the buttons below

Related Articles

38 Comments

  1. আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী অনার উচিত আমাদের বাংলাদেশের এরকম একটা ফ্যাক্টরি করা যেটার মাধ্যমে সকল গরিব দুঃখী মানুষ সুখে শান্তিতে দিন কাটাতে পারে তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলতেছি

  2. এভাবে অটোরিক্সা বন্ধ করা যাবে না বন্ধ করতে হলে যেখান থেকে অটো রিক্সা আমদানি হয় ওই কোম্পানিটা বন্ধ করতে হবে আগে গরীব মানুষের প্রতি অত্যাচার করা ঠিক না অটো রিক্সা যেখান থেকে আসে চায়না থেকে ওই উৎপন্ন আগে বন্ধ করতে হবে তালিকা এই ইজিবাইক গুলা বন্ধ হবে

  3. যত নিদের্শ শুধু গরীব মানুষ এর উপরেরই,ওরা এসি তলে থাকে তো তাই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ এর কষ্ট বুঝবে কেমনে😭😭🥺🥺আরেক টা আছে পুলিশ ,ওরা তো আরো বাটপার,এদেশের পুলিশ রাই চোরের থেকে ও খারাপ, সব পুলিশ ঘোষ খোর, গরীব মানুষ এর কষ্টের টাকা মেরে মেরে খায়,😭😭😭আমি অভিশাপ দিলাম যে যে পুলিশ রা গরীব এর টাকা মেরে খায় ওদের ঘরে যেন সেদিন কোন রিজিক না থাকে।😓😡

  4. অটো রিস্কার চলুক গরিব মানুষ কি করে খাবে গাঞ্জা বিক্রি করে খাবে

  5. ওবাইদুল কাদের হল একজন কৃমিনাল ব্যক্তি! তার কোন বুদ্ধিতে দেশ ও জনগনের কোন উন্নতি হয়না। এই লোকটি ও তার কিছু বেকুব বন্ধুআছে, তারা পায়খানা করা আগে পানি খবর নেয়না, পাখানাকরে পানির জন্য দোড়ায়। কাদেরের যুক্তিতে সরকার বছর বছর রাস্তার পাশে ও নদীর ধারের দোকান খুলো ভেঙ্গেদিয়ে গরিব মানুষগুরে পেটে লাথিমারে। এই দোকানগুলোর কারণে রাস্তার ভাঙ্গন রোধহয়। ভেঙ্গেদোওয়ার কয়দিন পরে আবার মানুষ দোকান ঘর উঠায়। আমার কথা হল, সকারের প্রজনে সরকার মানুষের বাড়িঘর একোয়ার করলেও মানুষ মেনেনিবে, কার জমির দলিলে লেখাথাকে মূলমালিক সরকার বাহাদুর। গরিবের বাহন রিস্কা তোলার আগে তাদের জন্য উন্নত বিকল্প যানবাহনের ব্যবস্থা করতেহবে।

  6. অটো রিকশার কারনে কৃষি কাজ করার জন্য লোক পাওয়া যায় না এবং প্রচুর বৈদেশিক মুদ্রা নস্ট হয়

  7. সাংবাদিক সাহেব অবৈধ কাকে বললেন
    অটোরিকশা ওয়ালারা কি বিদ্যুৎ বিল পরিশোধ করে না
    অটো গুলো যখন কেনা হয় তখন তো সরকার ঠিকমতো ভ্যাট ট্যাক্স নিয়ে যায়

  8. অবশ‌্যই ব‌্যাটারি চালিত গাড়ি দেশের জন‌্য প্রয়োজন। তবে…..

    ১. ভালো ব‌্যাটারি ব‌্যবহার করতে হবে।

    ২. স্পিড লিমিট নির্ধারণ করতে হবে।

    ৩. ভালো ব্রেকিং সিস্টেম নিশ্চিত করতে হবে।

  9. প্রতিবন্ধীেদের চালানোর অনুমতি দেওয়া উচিত তাছাড়া আর অটোরিকশা বন্ধ করে দেয়া উচিত

  10. দেশে নাকি বিদ্যুৎ চালিত মাইক্রো চালাবে,, সামান্য অটোরিকশা চালালে কাউয়ার পাচা ফেটে যাচ্ছে আর নাম দিছে ডিজিটাল দেশ
    ইহা হাস্যকর ছাড়া কিছু না😂😂

  11. যারা বলে অবৈধ বিদ্যুৎ দিয়ে অটো চার্জ দেয় তারা অবৈধ সন্তান,, মাস শেষে বিল দেয় মাংনা না

  12. অবৈধ মিটার ভাড়া,সার্বিস সার্স,এগুলো বন্ধের রিপোর্ট করতে পারেন না🤔🤔 গরিব হটাও আন্দোলন শুরু করছেন সবাই🤔🤔😰😰

  13. গ্রামে যাও কৃষি চাষ করো। এতে সম্মান বাড়বে। ঢাকার উপরে চাপ কমবে।
    না, রিকশায় চালকদের রাস্তায় রিকশায় চালাতে দেয়া উচিৎ না। দেশির ভাগ রোড এক্সিডেন্ট হয় নন motorise ভেহিকেলস এর জন্য দেশের সার্বিক কল্যাণের জন্য অবশ্যই রিকশায়, অটরিকশা বন্ধ করতে হবে। এখানে এক রিকশা চালক বলল রোড এই এক্সিডেন্ট হবে, রিকশা চালক বোকা বোকা কথা বলছে।সুতরাং এরা জানেইনা রোড এর নিরাপত্তার জন্য এর অনেক ভয়ংকর। আমি একজন অর্থনীতিবিদ, অবশ্যই অল্টারনেটিভ উপার্জনের উপায় আছে। এব্যাপারে সরকারকে অবশ্যই কঠোর হতে হবে। গ্রামে কৃষি জমি আছে, কিন্তু কৃষক পাওয়া যায় না । সুতরাং রিকশা চালক দের উচিৎ গ্রামে যাও কৃষি চাষ করে।
    এখন দেশে এমআরটি, BRT এসেছে। শরীর সুস্থ রাখার জন্যে মানুষকে হাঁটতে হবে।
    রিকশাই অবশ্যই শৃংখল আনতে হবে।
    অতিরিক্ত রিকশাআর জন্য সিটি করপোরেশন দায়ী। ওবায়দুল কাদের এর উচিৎ সিটি করপোরেশন কে শৌকোস করা। কারণ কেনো এত রেজিঃ রিকশা। এখনি রিকশা কনট্রোল না করতে পারলে ভয়াবহ অবস্থা হবে। বর্তমান রেজিঃ মোটর সাইকেল ১০লক্ষ ১০ হাজার। রিকশা চালক দের জন্য এক্সিডেন্ট হয় এতে গাড়ি মালিকও চালক বিপদে পড়ে। রিকশা চালক গ্রামে যাও কৃষি জমি চাষ করো। ভালো থাকো। গাড়ি শুধু এক্সিডেন্টই হয়না, এরা jam করে, রাস্তা যেখানে সেখানে দখল করে রাখে। গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকে না। গাড়ি রাখলে গাড়ি বাধায় দিয়ে যায় এই স্ক্রাস তুলতে ৫০- ৬০ হাজার টাকা লাগে। রিকশা চালক রোড sign বোঝেনা। মাইন রাস্তায় বেশির ভাগ এক্সিডেন্ট হয় এই ২/৩ হুইলারগাড়ির জন্যে। সুতরাং , এব্যাপারে সরকারকে অবশ্যই কঠিন পদক্ষেপ নিতে হবে। কালশী রাস্তায় অনেক অটোরিকশা সরকার এত সুন্দর পরিকল্পিত রাস্তা তৈরি করেছে কিন্তু জনগণ এর সুফল পাচ্ছেন না কারণ huge পরিমাণ নিবন্ধিত ও অনিবন্ধিত অটো রিক্সা। ও এক্সিডেন্ট। হচ্ছে। গাড়ি নষ্ট করছে। কেও দেখার নাই। অটো রিক্সা বিদ্যুতের অপচয় করছে। অটো রিক্সা যে কয়টি চলবে তার উপরে প্রাইভেট কারের মতো ৩০০০০ টাকা ট্যাক্স আরোপ করা উচিৎ। শুধু অটো রিক্সা না, পথচারী রাস্তা পারাপারে কঠিন পদক্ষেপ ও আইনের প্রয়োগ করতে হবে। তানাহলে আরএসটিপি, URSTP, ও sustainable উন্নয়ন হবে না

  14. কাউয়ায়তো জনগণের টাকায় আয়েশ করে কিন্তু লাখ লাখ পরিবারের কি হবে তাদের।

  15. বৈধ বিদ্যুৎ এর ব্যবস্থা না করে বন্ধ করে দিচ্ছে এই রিক্সা!
    সকল আইন শুধু গরিবের জন্য…!
    সবাই পারে শুধু মিধ্যবত্ত এবং গরিবের খাবার আটকে দিতে…!
    আযোগ্য এবং শোষণমূলক আইন ব্যবস্থাপনা…!

  16. আমি এক জন অটো রিকশা চালক আগে আমাদের কাজ এর ব্যবস্থা করেন তারপর অটো বন্ধ করেন

  17. এগুলো বন্ধ করলে এদের সংসার চলবে কি করে সরকার কি এদের মাসিক ভাতার ব্যবস্থা করছে তা না হলে প্রত্যেকে চাকরি দেওয়া হোক সেই যোগ্যতা নাই অথচ এটা যদি অবৈধই হয় প্রথমেই বন্ধ করা উচিত ছিল এখন কেন বন্ধ করতে হবে এই অটোওয়ালা এই যে পাঁচ পাতি গুলা চায়না থেকে কি চুরি করে নিয়ে আসছিল এ দেশে আনে নাই তো আমলারা আনছে সরকার তার থেকে ভ্যাট ট্যাক্স সবকিছু পাইছে তাহলে সেটা অবৈধ হলো কি করে আমার প্রশ্ন থেকেই যায়

  18. অটো চলাচল বন্ধ হলে সবার আগে সাংবাদিকদের ক্যামেরাগুলা চুরি কইরা চাল কিননা খাব বাংলাদেশের সবচেয়ে খারাপ নিকৃষ্ট পেশা হলো সাংবাদিকের পেশা।

  19. কৃষিতে সাফল্য আনতে হবে কৃষি খামারি কাজে নজর দেওয়া উচিত
    বেকারদের কর্মসংস্থান হবে

  20. ঠিক কথাই বলছে ড্রাইভাররা কারণ অনেকে বউয়ের নাকের সোনা কানের দুল বিক্রি করে কিস্তি লোন নিয়ে এই গাড়িগুলো ক্রয় করে রোডে চালাচ্ছে আর এখন যদি হঠাৎ সরকার এই গাড়িগুলো বন্ধ করে দেয় তাহলে কিস্তি পরিশোধ করবে কি করে এবং সংসার বাজবে কি করে এই গাড়ি বন্ধ করলে রুটি রুজির ব্যবস্থা করে বন্ধ করতে হবে

Leave a Reply